Testimonials

দীপা ভট্টাচার্য নিউটাউন, কলকাতা

বেশ কয়েকমাস ধরে আধ্যাত্মিক বিষয়ে জানার আগ্রহ নিয়ে বই পত্তর কিনছিলাম ও পড়ছিলাম, এমনকি ইউটিউব থেকে ও স্পিরিচুয়াল সাইটগুলো দেখতাম। কেনো যেন মনটা কিছু একটা জানতে চাইছিল। তবুও মনে হতো আরো কিছু জানা বাকি রয়ে যাচ্ছে। এমন সময় যোগী শ্রীমনোজ চক্রবন্তী মহাশয়ের ইউটিউব চ্যানেল টি আমি দেখতে পাই। খুব মন দিয়ে শুনে বুঝতে পারি ইনিই পারবেন আমার সঠিক পথের সন্ধান দিতে। পরে জানতে পারি উনি অললাইন এ গীতা ক্লাস ও yoga ক্লাস করাবেন, সঙ্গে সঙ্গেই আমি যুক্ত হই। ক্লাসও শুরু করে দেই দুটোই। প্রতিদিন নিজেকে নতুন করে খুঁজে পাই। নৃতন কিছু জানতে পেরে ও ওনার শেখানো যোগ করে মনটা অলেক ভালো লাগতে শ্তরু করে। কিছু পদ্ধতি উনি এমন করে শিখিয়ে দেন যাতে আমরা রাগ, দুঃখ, কষ্টগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। মনে হয় উপরে যিনি বসে আছেন তিনিই আপনাকে এই কাজে প্রেরণ করেছেন মানুষের মঙ্গলের জন্য। আমি কৃতজ্ঞ আপনার কাছে। সবথেকে বড় কথা আপনার যোগাযোগই আমি অমূল্য রতন ক্রিয়াযোগে দীক্ষা পেয়েছি।

কৃষ্ণপদ বৈদ্য গড়িয়া, কলকাতা

আমি কৃষ্ণ পদ বৈদ্য একজন বয়স্ক মানুষ। আমার বয়স 70+ আমার প্রধান সমস্যা ছিল সমগ্র মেরুদন্ড ও মাজা কোমরে ব্যথা। সেই ব্যাপারেই ছান্দ্যোগ যোগা ক্লাসে আসা। আমি 2004 সালে গুরু শ্রী অশোক বাবাজী মহাশয়ের নিকট ক্রিয়াযোগে দীক্ষিত। ২৩ শে মার্চে যোগদান করেছি। আমার বসতে অসুবিধা হতো মানে দশ মিনিট পর থেকে যন্ত্রনা। বর্তমানে যন্ত্রনা একটু কমেছে ছান্দ্যোগ যোগার দৌলতে। প্রতিদিন নতুন নতুন শেখার দিগন্ত খুলে যাচ্ছে এই ঘোগা ক্লাসের মাধ্যমে। এখানে অনেক অনেক অজানা যোগবিষয়কে জেনে জীবনকে সুন্দর করে, সুস্থ রেখে আধ্যাত্মিক জীবনের দিকে এগিয়ে যাওয়ার এক নতুন পথের দিশা পেলাম এবং নতুন নতুন উপায় জানতে পারছি ও শিখতে পারছি। আমার প্রিয় ভাই মনোজ চক্রবতীকে অনেক অনেক ধন্যবাদ।

কৃষ্ণপদ রায় গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর

আমি কৃষ্ণপদ রায়,একজন ক্রিয়াবান (ক্রিয়ায়োগে দীক্ষিত)। আমি কিছু দিন ধরে ছ্যান্দোগ যোগা ক্লাস করছি। আমি এই যোগা ক্লাস করে এখন অনেক মানসিক শান্তি অনুভব করছি। এই ক্লাস করে আমি সঠিক পদ্ধতিতে শ্বাস প্রশ্বাস গ্রহন ও ত্যাগ করা শিখে নিজের শরীর ও মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছি এবং অত্যন্ত সুস্থতা অনুভব করছি। তাতে যে যে সুবিধা গুলো বুঝতে পারছি আমি আগে নিজের মন, মানসিকতা এবং আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারতাম না। দুমদাম রেগে যেতাম, তাতে অনেকের সাথে রিলেশন খারাপ হতো, হতাশা আসতো। এখন আমি খুব ভালো আছি। আমি ছ্যান্দোগ যোগ ক্লাস করে খুবই উপকৃত এবং আশা করি আগামী দিন গুলোতে আরও অনেক কিছু শিখতে পারবো। আপনাকে ধন্যবাদ স্যার।

Sagar Dev Dumdum, Kolkata

We are taught in the schools almost every lessons of life except the most important one which is how to control the restless volatile mind which is in charge of our feelings & emotions. Sir beautifully explained with scientific knowledge how breath & mind are very much interrelated and mind can be controlled only if the breath is controlled in a step-by-step methodological way. And thus one can achieve freedom from anxiety, stress, depression, insomnia, etc, and improve one's KRIYA YOGA practice too by controlling the breath in a proper way under the guidance of a knowledgeable master. That's why I am very much grateful to sir for upgrading my life and help me become a better version of myself than what I was before. Thank you.

শিল্পী চ্যাটার্জী মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা

সমুদ্রের উপর ঢেউ দিবারাত্র তোলপাড় করছে, অথচ তার তলদেশ "শান্ত"। ঢেউ এর মতো আমাদের জীবনেও ওঠানামা আছে, এই ঢেউ এর পিছনে একটা মহাশক্তি কাজ করছে অবিরাম। আমাদের সেই মহাশক্তিকে খুঁজতে হবে। সেই পথের সন্ধান দিতে পারেন সঠিক পথপ্রদর্শক। যিনি জানেন, তিনিই সঠিক পথ দেখাতে পারেন। আমি পেয়েছি সেই সদগুরুর কৃপা। যার দেখানো পথে আমি শারীরিক এবং মানসিক ভাবে মহা আনন্দে আছি। যে পথের প্রাপ্তিতে সুখ নেই ,অপ্রাপ্তিতে খেদ নেই। ভোগবিলাসিতার উন্মাদনা নেই। আছে কেবলই নিগূঢ়ানন্দ....যা আমি পেয়েছি ! আমাকে সেই আনন্দের পথ দেখিয়েছেন আমার পরমশ্রদ্ধাভাজন পরমপ্রিয় যোগিরাজ স্যার মনোজ চক্রবর্তী। আমি তাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে সঠিক পথ নির্দেশ করার জন্য। আমি ওনার মঙ্গল কামনা করছি। জয় যোগিরাজ।